দৌলতখান প্রতিনিধি।।
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে জেলেদের চাউল নিয়ে চলছে তালবাহানা প্রকৃত জেলেরা চাউল পাচ্ছে না বলে দাবি করেন। অধিক অংশ জেলেরা বলেন, আগের মাসে চাউল দেওয়ার সময় আমাদের কাছ থেকে জেলে কার্ড নিয়ে যায় চেয়ারম্যান কিন্তু সেই কার্ড আর ফেরত দেয়নি আমাদের কার্ড না দিয়ে চেয়ারম্যান মেম্বার দের আত্মীয় দের চাউল দিচ্ছে বলে দাবি করেন জেলেরা।
এইদিকে গত ২৫/০৫/২০২১ ইং তারিখে সৈয়দপুর ইউনিয়ন পরিষদে চাউল দেওয়ার সময় রাসেল নামক একযুবক চেয়ারম্যান ভুট্টু তালুকদার এর চাচাতো ভাই তসলিম তালুকদারের বেনামি ৭ বোস্তা চাউল আটক করে তারপর চাউল এর সাথে থাকা তিন চার জন পালিয়ে যায় এর পড়ে তসলিম তালুকদার এসে রাসেল কে হুমকি দেয় বলে দাবি রাসেলের। এই’সময় ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে চেয়ারম্যান চাউল দেওয়া বন্ধ করে দেয়।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান কে ভুট্রো তালুকদারকে ফোন করলে তিনি প্রশ্নিটি এরিয়ে যান। এবং নিজে ব্যক্তিগত কি ঝামেলায় রয়েছেন বলে চাল বিতরনের অনিয়মের বিষয়টি এড়িয়া যান অভিযুক্ত এ চেয়ারম্যান। এই ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার বলেন এমন কোন অভিযোগ থাকলে আমাদের কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যাবস্তা নিব।