এম এইচ ফাহাদ,বিশেষ প্রতিনিধি।।
ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জনাব তারেক হাওলাদার করোনায় লকডাউনে হতদরিদ্র এক বৃদ্ধা মা”কে খাদ্য সহায়তা ও ত্রান সামগ্রী প্রধান করেছেন।
গত ১০ জুলাই দুপুরে দৌলতখান উপজেলা পরিষদের কার্যালয়ে করোনা লকডাউনে খাদ্য সহয়তা চাইতে আসেন বৃদ্ধা অসহায় এক মা” এসময় নিজ মানবিক পরিচয়ে ঐ অসহায় মায়ের সাহায্য উপজেলা পরিষদের পক্ষহতে খাদ্য সহয়তা ও ত্রান সামগ্রী প্রধান করা হয়।
এসময় খাদ্য সহয়তা প্রধানকালে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মামুন আল ফারুক দৌলতখান উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদার, উপজেলা পরিষদের এসিলেন্ড ভূমি কর্মকর্তা মহুয়া আফরোজ। এছাড়াও দৌলতখান উপজেলা পরিষদের অন্যন্য কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীগন এসময় উপস্থিত ছিলেন।