• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

ভোলার দৌলতখান উপজেলায় দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন-এমপি মুকুল;

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১২১ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১

এম.এ শরিফ হাসান

 

জেলা প্রতিনিধি ভোলা।

 

 

ভোলার দৌলতখান উপজেলার চারটি ইউনিয়নে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দুই হাজার ২০টি দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

আজ রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার মেদুয়া, চরপাতা, চরখলিফা ও উত্তর জয়নগর ইউনিয়নে উপকারভোগিদের প্রত্যেকের হাতে এক হাজার টাকা করে তুলে দেন।

 

 

এদিন, মেদুয়া ইউনিয়নে ৪৬০টি পরিবার চারলাখ ৬০ হাজার টাকা, চরপাতায় পাঁচশ’টি পরিবার পাঁচলাখ টাকা, চরখলিফায় ৫৫০টি পরিবার সাড়ে পাঁচলাখ টাকা এবং উত্তর জয়নগর ইউনিয়নে ৫১০টি পরিবার পাঁচলাখ ১০ হাজার টাকাসহ মোট ২০ লাখ ২০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।

 

 

এ সময় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌