• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

ভোলার ধনিয়া ইউনিয়নে গরু বাধাকে কেন্দ্রকরে মা-মেয়েকে পিটিয়ে যখম করার অভিযোগ।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৭৭ জন পড়েছে
প্রকাশিত সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১

ভোলা প্রতিনিধি।।

ভোলার ধনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গরু ঘাষ খাওয়াকে কেন্দ্রকরে একই পরিবারের মা ও মেয়েকে পিটিয়ে আহত করেছে একই বাড়ির বাসিন্দারা। রবিবার (২৫ জুলাই)সকাল ১১টার সময় ভোলার সদর উপজেলার নবীপুর ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফাতেমা বেগম(৩৮) স্বামী মো. দুলাল অপরজন তাদের বিবি কন্যা কুলসুম(১৪)। আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে আহত ফাতেমার স্বামী মো. দুলাল জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী গরুর ইস্যুকে কেন্দ্রকরে অভিযুক্ত মামুন, মাহাবুব, মোতালেব আঃ মান্নান ও মালেক সহ কয়েকজন তাদের জমিতে ঘাস খাওয়ার মিথ্যা অভিযোগ করে তার স্ত্রী ও কন্যাকে বেধড়ক মারধর ও পিটিয়ে যখম করেছে। তার দাবি অভিযুক্তরা বিগত সময়ে তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসত। এবং যেকোনো সময় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়ে আসত তারা। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে বাড়িতে স্ত্রী ও কন্যাকে একা পেয়ে মারধর করে বলে তার অভিযোগ। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দিতে এডমিন করেন।

এবিষয়ে ধনিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির বিষয়টি অবগত রয়েছেন। তিনি সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উভয় পক্ষের বক্তব্য নিয়ে দুগ্রুপের মধ্যে একটি মিমাংসা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

তবে আহতরা ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মামলার করার প্রস্তুতি গ্রহন করবেন বলে জানান ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌