আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি ভোলার বন্দরনগরী হিসেবে পরিচিত ইলিশা লঞ্চঘাটে এই প্রথম আধুনিক সুবিধা সম্মিলিত উন্নত মানের আবাসিক হোটেল এন্ড রেস্তোরার উদ্বোধন করা হয়েছে । শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে ভোলা সদরের ঐতিহ্যবাহী ইউনিয়ন গাজীপুরের নামেই এ হোটেল এন্ড রেস্তোরার নামকরণ করা হয়। ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন এর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিতে প্রথম ও দ্বিতীয় তলায় খাবার রেস্তোরা এবং তৃতীয় তলায় আবাসিক হোটেল করা হয়। রেস্তোরার মালিক আকতার হোসেন জানান, মেঘনায় বিলুপ্ত হয়ে যাওয়া ভোলা সদর উপজেলার গাজীপুর ইউনিয়নটি’কে আগামী প্রজন্ম যেন মনে রাখে, সে জন্যই এ ইউনিয়নের নামে এ প্রতিষ্ঠানটির নাম রেখেছি । মেঘনার তীরবর্তী এলাকায় মনোরম পরিবেশে, দীর্ঘদিন ধরে উন্নত মানের একটি রেস্তোরা এবং আবাসিক হোটেলের প্রয়োজন ছিলো। অনেক সময় দেখা যায় লঞ্চ ও ফেরির অপেক্ষায় অনেক যাত্রী এবং ঘুরতে আসা পর্যটকরা ঘাটে থাকার জায়গা না পেয়ে বিপদে পড়েন। এই আবাসিক হোটেলটি তাদের জন্য উপকৃত হবে বলে আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, জেলা যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, মোঃ ফয়সাল বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান হ্যাভেন ও ইমরান হোসেন কিরণ সহ প্রমূখ।