মোঃ শাহীন সোহাগ – বিশেষ প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহিউদ্দিন কালু সর্দার (৩৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৪ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল শাওন জানান।
এর আগে রোববার (০৩ জানুয়ারি) দিনগত রাতে ওই উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন একই গ্রামের বাসিন্দা।
এসআই মোহাইমিনুল শাওন জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মহিউদ্দিন। পরে রাতে বাড়ির ১৫০ গজ দূরে তার মরদেহ পড়ে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার দুপুরে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কৃষক পরিবারের সঙ্গে এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিলো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই সূত্র ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত চলছে।
নিহত মহিউদ্দিনের মা ফাতেমা বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।