এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ০৪ নং ওয়ার্ডের দরগার কাছে কিছুদিন আগে এই বিরল প্রজাতির শকুন পাখি টি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয় শকুনটি, কিছু কম বয়সী ছেলেরা শকুনটি নিয়ে খেলা করে এই খবর পেয়ে জসিম হাওলাদার সেখানে ছুটে যান এবং শকুনটিকে চিনতে পেরে তাৎক্ষনিক শকুনটিকে তাহার ব্রিক ফিল্ডে নিয়ে আসেন, এবং দ্রুত শকুন পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শকুনটিকে সুস্থ করেন, তার ব্রিকফিল্ডে শকুনটিকে প্রজাপ্ত পরিমান খাবার দিয়ে যত্ন করে রাখেন, এবং পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। এলাকার লোকজন শকুন পাখিটিকে দেখার জন্য প্রতিদিন এস,এন,এস ব্রিকফিল্ডে ভীরজমনা ।জসিম হাওলাদার শকুনটিকে সংরক্ষন না করলে হতো মারাও যেতে পারতো, জসিম হাওলাদার সত্যিকারে একজন উপকারী লোক তার দৃষ্টান্ত পরিচয় দিলেন,এধরনের উপকারী লোক সমাজে তার মতো খুবেই কম আছে বলে আমি মনে করি, হয়তো শকুনটিকে আগামী কাল সরকারী প্রতিনিধি দল শকুনটিকে অবমুক্ত করার জন্য আসবে বলে জানাযায়।