মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহনে মহান বিজয়ের মাস ও আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পুরো মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি ও মুজিবশত বর্ষ উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২০ ইং মঙ্গলবার সকালে এ উপলক্ষে এক বণাঢ্য র্যালী বের করা হয়। লালমোহন সজীব ওয়াজ জয় ডিজিটাল পার্ক থেকে শুরু করে র্যালীটি পৌর শহরের চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র্যালীর নেতৃত্বে ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। র্যালী শেষে চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন ও যৌবনের অর্জন আমাদের স্বাধীনতা মহান বিজয় । কারাগারের ভেতরে চোখের সামনে তার জন্য পাকজান্তা কবর খুঁড়েছিল । কিন্তু তিনি মাথানত করেননি । বাংলাদেশের স্বাধীনতা তার আপোষহীন সংগ্রামের ফসল । বিভিন্ন সময়ে তাকে যারা খাটো করেছেন তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন ।
বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই দেশ ও মানুষের কল্যাণে একের পর এক সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা । এদেশের মানুষের জন্য তিনি প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন । মুক্তিযোদ্ধাদের তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই একের পর এক মানবিক উদ্যোগ ।
১লা ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় স্থানীয় চৌরাস্তা মোড়ে বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, দেশ ও জাতির কল্যানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারের ভুমিকা জাতি আমৃত্যু কৃতজ্ঞ চিত্তে স্মরন রাখিবে।লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় দিবসের প্রথম দিনের বিজয় র্যালী ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় লক্ষ মানুষ উপস্থিতি ছিল।