মোঃ সাইফুল ইসলাম আকাশ, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাজহারুল আমিন (বিপিএম)।
৯ই আগস্ট সোমবার ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যান সভায় অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
এছাড়াও বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই(নিঃ)মোঃ মোহাইমিনুল ইসলাম জুলাই মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হওয়ায় তাকে ও জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা সনদ ও পুরস্কার গ্রহণ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব কপিল গাইন প্রমুখ।