এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় বৈশ্বিক মহামারী করোনার কারণে বিপর্যস্ত দলিত সম্প্রদায়ের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ‘নাগরিক উদ্যোগ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
বুধবার ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে সংস্থাটির পক্ষে ১০০ দলিত পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা নাগরিক কমিটির সভাপতি প্রবিণ সাংবাদিক মো. আবু তাহেরসহ অন্যান্যরা।
এমন সহযোগিতা পেয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দে ‘নাগরিক উদ্যোগ’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।