বিশেষ প্রতিনিধি।।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ০১-০৬- ২০২১ তারিখ ২১:১০ ঘটিকায় এস আই (নিঃ) রিপন মুড়ি ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউপি পশ্চিম চরকালি ০৩নং ওয়ার্ড হইতে ১৷মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫), পিতা- মৃত হাসান আলী, সাং- পশ্চিম চরকালী, ০৩ নং ওয়ার্ড, ইউপি-ভেদুরিয়া থানা ও জেলাঃ ভোলাকে ০৫ (পাঁচ) টি অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ সহ গ্রেফতার করা হয়। মাদক মামলা হয়েছে।