নিহত ২। আহত ৮,বাসে অগ্নিসংযোগ।
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ আজ সকালে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা সদর উপজেলার ইলিশা ব্যারিস্টার কাচারি নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে ২জন নিহত এবং ৮জন আহত হয়েছে। গুরুতর আহত ৮জনকে জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম জসিম (৫০) ঘটনাস্থলেই মারা যান, এছাড়া ৯ বছরের শিশু জয় হাসপাতালে নেয়ার পর মারা যায়। এরা দু’জনই সিএনজি যাত্রী ছিল।
এঘটনাকে কেন্দ্রে করে স্থানীয় উত্তেজিত জনতা দূর্ঘটনার পরপরই একটি বাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় এবং ২টি যাত্রীবাহী বাসে ভাংচুর করে । পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।