ভোলার বোরহানউদ্দিনে শ্যালক এর বিয়ে বাজার করা শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বোন জামাই আলমের।
ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পলিটেকনিকেল এর নিকটবর্তী লালদীঘির পাড় নামক স্থানে বৃহস্পতিবার রাত প্রায় ১১টায়।
স্থানীয় সুত্রে জানা যায় চরফ্যাশন থেকে ভোলা গামী ঢাকা মেট্রো অ-১১- ৩৬০৯ ট্রাক ও বোরহানউদ্দিন থেকে বিয়ে বাজার শেষে বাড়ি ফেরার যাত্রীদের নিয়ে উদয়পুর রাস্তার মাথা গামী একটি ব্যাটারীচালিত বোরাক মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে আলম (৬০) নামের এক বোরাক যাত্রী নিহত হয়েছে।
এসময় তোফাজ্জল (৬৫), জাকির (৬০), আকবর (২২), কামাল (৩৫), মাহামুদুল হাসান (২৩) গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।
আহতদের মধ্যে আকবরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত আলম টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মন্তাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
তার শ্যালক আকবর (২২) এর বিয়ে বাজার করার জন্য গিয়েছিল বোনজামাই সহ আরো কয়েকজন কিন্তু বিয়ে বাজার করা হলে ও বাসায় ফিরতে পারল না তারা।
উল্লেখ্য শ্যালক আকবর(যার বিয়ে) তিনি ও ছিল একই বোরাকে বতর্মানে তিনি আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনা ঘটার পরপরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া,বিয়ের আনন্দ মূহুর্ত্তের মধ্যেই পরিনত হল শোকে,অশ্রুতে হামাগুড়ি খাচ্ছে আত্মীয় স্বজন যেন মনে হচ্ছে পুরো এলাকা এই মৃত্যুকে ঘিরে থমথমে আর কান্নায় জর্জরিত এলাকার সর্বস্তরের জনগন।
আজ সকাল ১০ টায় নিহতে আলমের জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গতকাল রাতে ট্রাকটি আটক করেন এবং নিহতের লাশ হসপিটালে পাঠান তবে লাশ ময়নাতদন্ত করা হয়নি বলে আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন (বিপিএম) তিনি জানান,এ ঘটনায় ১ জন নিহত হয়েছে।
ট্রাকটি আটক করা হয়েছে।
আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।