• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় স্পিডবোট ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় রাতারাতি কোটিপতি আলাউদ্দিন।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৩১৩ জন পড়েছে
প্রকাশিত সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১

বিশেষ প্রতিনিধি।।

দ্বীপজেলা ভোলা হতে দেশের বিভিন্ন গন্তব্য যাওয়ার দ্রুততম পথ হচ্ছে নৌপথ। আর এই নৌপথেই ভোলার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ভোলা থেকে ছোট ছোট লঞ্চ প্রতিদিন ভোলা-বরিশাল নৌপথে চলাচল করে আসছে। এ লঞ্চেই রুটি বিক্রি করতেন আলাউদ্দিন। রুটি বিক্রি ছেড়ে যোগদেন লঞ্চঘাটের লেবারী কাজে। এ কাজও বেশীদিন করতে হয়নি আলাউদ্দিনকে। ঘাটের লেবারী করার ফাঁকে ছোট একটি স্পিডবোট কিনে শুরু করে ভোলা-বরিশাল নৌপথে যাত্রী পারাপার। এখান থেকেই শুরু, আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলাউদ্দিনকে। ইতোমধ্যে বরিশালের লঞ্চগুলো ঘাট পরিবর্তন করে চলে ভেদুরিয়া ঘাটে। এ সুযোগটিই কাজে লাগায় আলাউদ্দিন। নিজেকে স্পিডবোট মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে শুরু হয় আলাউদ্দিনের ইয়াবা বিক্রিসহ নানা অপকর্ম। অভিযোগ রয়েছে আলাউদ্দিন এ ঘাট দিয়ে চট্টগ্রাম থেকে আসা বড় বড় ইয়াবার চালানগুলো নির্বিঘ্নে বরিশাল যেতে সহায়তা করতেন। এক সময় সে নিজেই ইয়াবা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। এ থেকে অল্প কয় বছরের ব্যবধানে লঞ্চে রুটি বিক্রেতা ও ঘাটের লেবার থেকে হয়ে উঠেন কোটিপতি। একে একে আলাউদ্দিন ১৫ বছর ধর ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি পদ দখল করে নিজের ইচ্ছেমত মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। ঘাটের অন্য মালিকদের সাথেও খারাপ আচর করতে থাকে সে। আলাউদ্দিন নিজের পাঁচটি বোটের বিপরীতে ২৭টি সিরিয়াল পরিচালনা করতেন। কোনো মালিক এর অপকর্মের প্রতিবাদ করলে তার সাথে খারাপ আচারনসহ নানাবিধ হয়রানি করতো আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। এ নিয়ে উঠে সমালোচনার ঝড়। এত দিন লোকমুখে আলাউদ্দিনের ইয়াবা সেবন ও বিক্রির কথা প্রচলিত থাকলেও এই ভিডিও প্রকাশের মাধ্যমে তা সকলের নিকট স্পষ্ট হয়ে যায়। আর এর পর থেকেই আলাউদ্দিন গাঢাকা দেয়।

স্পিডবোট মালিকগন মোসলেউদ্দিন, ডালিম, সোহেল, হেলালাসহ স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, আলাউদ্দিন অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাওয়ায় ঘাটে কাউকেই পাত্তা দিতেন না। তার নিজের ইচ্ছেমত চলতো ভেদুরিয়া ঘাট। মানুষকে জিম্মি করে টাকা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াতেন আলাউদ্দিন। কোনো মালিকের কথাই সে পাত্তা দিতো না।

ঘাটের সমিতির সম্পাদক ডালিমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, আলাউদ্দিন তার ম্যানেজার রাজিব দীর্ঘ কয়েক বছর ধরে স্পিডবোডের মাধ্যমে বরিশাল থেকে ভোলায় বিভিন্ন ধরনের মাদক আনার নেয়ার কাজে করে আসছেন। রাজিব স্থানীয় ভেদুরিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন গাজীর ছেলে। রাজিব দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

এব্যাপারে 01718214899 এই নাম্বারে আলাউদ্দিনের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও সে গাঢাকা দেয়ায় তাকে না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলাউদ্দিন এবং তার আত্মীয়ের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে।

জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি অচিরেই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌