মোঃসাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি
৪ই জুলাই সকাল থেকে রাত পর্যন্ত ভোলা জেলার বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ লক্ষ টাকা জরিমানা এবং ১৪৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়
এর মধ্যে ভোলা সদর = ৪টি মোবাইল কোর্ট ২০টি মামলায় ২১জনকে ১১,২০০ ,দৌলতখান= ২টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ১৭জন আসামীর মধ্যে ১০জনকে ৪০,২০০/-টাকা জরিমানা ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়,বোরহানউদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৭টি মামলায় ৭জনকে ৪৫০০/-টাকা জরিমানা করা হয় ,লালমোহন= ২টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮জনকে ২৮০০/-টাকা জরিমানা,তজুমদ্দিন= মোবাইল কোর্ট পরিচালিত হয়নি।
,চরফ্যাশন= ২টি মোবাইল কোর্ট ২১টি মামলায় ২৪ জনকে ৫৬০০/-টাকা জরিমানা।,মনপুরা= মোবাইল কোর্ট পরিচালিত হয়নি।
৪ই জুলাই ১১টি মোবাইল কোর্টে ৭২টি মামলায় ৭৭জন আসামীর মধ্যে ৭০ জনকে ৬৪,৩০০/-টাকা জরিমানা এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইউসুফ হাসান।তিনি জানান এ পর্যন্ত ৩৭১ টি মোবাইল কোর্টে ২৮১৪টি মামলা ,২৯৯৪ জন কে
২৫,০৫,৮০০ টাকা (২৮৪৬জনকে)কারাদন্ড প্রদান করা হয় ১৪৮ জনকে।