মাহমুদুল হাসান ফাহাদ-ভোলাঃ
বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। সম্মেলনের প্রায় ৯ মাস পর আজ বুধবার ভোলা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্যে লিখেছেন, মাননীয় সভাপতির নির্দেশক্রমে অনুমোদন করা হলো। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১১ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রথমে জেলা আওয়ামী লীগের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্মেলনে সভাপতি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাকে, সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সিনিয়র সহসভাপতি হিসাবে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর নাম ঘোষণা করা হয়।
গতকাল ১৫ মার্চ ২০২৩ইং, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সহসভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজন করে। ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদক পর্যায়ে সদস্য হলেন মোট ৩৯ জন এবং সদস্য করা হয়েছে মোট ৩৬ জনকে।