ভোলা প্রতিনিধিঃ
গত ১৫ ডিসেম্বর ২০২০ইং তারিখ রাত ১০:৩৫ ঘটিকায় এস আই (নিঃ) মানিক লাল হালদার ও সংগীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন পৌরকাঁঠালি ০৮নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রাহাত জোমাদ্দার (৩০), পিতা- আঃ মালেক, সাং- পৌর কাঁঠালি ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা ভোলাকে ১০ (দশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে জেলা ডিবি পুলিশ।
মাদক ব্যবসায়ী রাহাত আটকের হওয়ায় স্থানীয় লোকজন জেলার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তাদের অভিযোগ রাহাত মাদক ব্যাবসা ছাড়াও এলাকায় বখাটে যুবকদের মধ্যে অন্যতম।তাছাড়া মাদক বিক্রিতে বাদা দেয়ায় একাকার অনেক নারী পুরষকে লাঞ্চিত করেছে বলেও অভিযোগ রয়েছে।
তাই মাদক ব্যবসায়ী রাহাতে আলকে এলাকাবাসী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে জেলার আটক মাদক ব্যবসায়ী রাহাতের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় জেলা ডিবি পুলিশ।