ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের ২০২১ সালের জাতীয় বোর্ড শ্রমজীবী ও মেহনতী কম ভাগ্যবান মানুষের সহায়তার লক্ষ্যে মাসব্যাপী সেবা কার্যক্রম গ্রহণ করেছে।
এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে রোজ সোমবার ২৬ই এপ্রিল ২০২১ ইং ১৯ তম দিনে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, জাতীয় সচিব এপেক্সিয়ান মোঃ রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী সচিব এপেক্সিয়ান মোঃ রফিকুল ইসলাম সোহাগ, ন্যাশনাল অফিশিয়াল এপেক্সিয়ান আনোয়ার হোসেন বাবু, এপেক্স ক্লাব অব পল্লবীর সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ শাহিন হক, এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি এপেক্সিয়ান আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব রমনার সদস্য এপেক্সিয়ান ইব্রাহিম খলিল রানা, এপেক্সিয়ান নওশেদ নাহিদ প্রমুখ।
এছাড়া জেলা গভর্নর-০৩ মোঃইসমাইল হোসেন এর পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেন।