পলাশ নরসিংদী প্রতিনিধি মোঃ অলিউল্লাহ মিয়া ২৫:০২:২০২৩ রোজ শনিবার মৃধা জনকল্যাণ ও শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর অঙ্গ প্রতিষ্ঠান রিফাত আইডিয়াল একাডেমী মধ্যনগর মৃধা মার্কেট শিবপুর, নরসিংদী। বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে নতুন ক্যাম্পাস উদ্বোধন আলোচনা সভা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক জনাব মোহাম্মদ লায়ন মোরশেদ আলম ম্যানেজিং ডিরেক্টর এরেরোমে এম ইন্ডাস্ট্রি লিমিটেড ঢাকা। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোঃ মহসিন নাজির সভাপতি (ভারপ্রাপ্ত) আওয়ামী লীগ শিবপুর, নরসিংদী। বিশেষ অতিথি আলহাজ্ব মোহাম্মদ আল আমিন রহমান পরিচালক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নরসিংদী ও সভাপতি মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম। সৈয়দ মাসুদ পারভেজ দপ্তর সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ মোঃ মাহফুজুল হক শামীম চেয়ারম্যান দুলালপুর ইউনিয়ন পরিষদ শিবপুর, নরসিংদী।পৃষ্ঠপোষকতায় প্রকৌশলী আনোয়ার মৃধা প্রতিষ্ঠাতা সদস্য রিফাত আইডিয়াল একাডেমি। উপস্থাপনা শেখ রাসেল মাহমুদ সভাপতি পলাশের পাপড়ি। দ্বিতীয় অধিবেশনে মোহম্মদ কবীর হোসেন প্রকল্প পরিচালক দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা শীর্ষক প্রকল্প। বিশেষ অতিথি আলহাজ্ব এ কে মাহমুদুল হক নাজির সাবেক প্রধান শিক্ষক বাংলাদেশ কৃষি গবেষণা উচ্চ বিদ্যালয় গাজীপুর। আব্দুল কাদির মৃধা পরিচালক ICT4Eজেলা অ্যাম্বাসেডর টিম নরসিংদী। মোহাম্মদ নাজমুল হাসান ICT4Eজেলা শিক্ষক এম্বাসেডর ও উপদেষ্টা রিফাত আইডিয়াল একাডেমি। মোঃ আব্দুল হালিম মৃধা সদস্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদ আশুলিয়া ঢাকা। সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোক্তার হোসেন মৃধা চেয়ারম্যান মৃধা জনকল্যাণ ও শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং রিফাত আইডিয়াল একাডেমি। উপস্থাপনায় নারগিছ সুলতানা ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নরসিংদী।সার্বিকতত্ত্বাবধানে মনজুর মিয়া রিফাত আইডিয়াল একাডেমি। অত্র একাডেমির চেয়ারম্যান আলহাজ্ব মুক্তার হোসেন মৃধা বলেন পড়াশোনা মান উন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবধনা দেওয়া হয়। অএ একাডেমির শিক্ষকমন্ডলীর উপস্হিতের মাধ্যমে এবং অবিভাবকবৃন্দ।