ফারুক আহমেদ, মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে পরিবেশ দুষণের দায়ে দুটি ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ অভিযান পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়, মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের গৌরিভাঙ্গা গ্রামে মেসার্স কাচিকাটা ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারের মালিককে ৩ লক্ষ টাকা এবং বড়চাপা ইউনিয়নের নামাপাড়া গ্রামে মেসার্স শামীম কনস্ট্রাকসনের (মেসার্স একতা ব্রিকস) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার কিলনসহ চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে।নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।