মোঃ ফারুক আহমেদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আকরামের বিরুদ্ধে ঝাঁড়ু ও জুতা মিছিল বের করেছে এলাকাবাসী। গত বুধবার রাঁতের আঁধারে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে আকরাম এবং এ বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তার নারী ক্যালেঙ্কারীর ঘটনাটি ভাইরাল হয়ে পড়লে চারপাশে চলতে থাকে নিন্দার ঝড়।
এবং এ বিষয়টি নিউজ হলে সবার মত করে নিউজটি শেয়ার করায় একই এলাকার মোঃ মোস্তফার ছেলে অপু ( ১৬), শফিকুলের ছেলে রাতুল (১৫), মিলনের ছেলে রনি(১৭) সহ আরো কয়েকজনকে কুপিয়ে জখম করে আকরামবাহিনী।
এছাড়াও এ সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার ৯-১০ জন গুরুতর আহত হয়। পরে সবাইকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
আকরামের এ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ স্বরুপ এলাকাবাসী মনোহরদী সরকারী হাসপাতাল রোড থেকে বিশাল ঝাঁড়ু ও জুতা মিছিল বের করে যা পৌর এলাকায় পুরাতন কোর্ট বিল্ডিং এসে শেষ।
এ সময় এলাকাবাসী আকরাম ও তার দলের সদস্যদের দ্রুত গ্রেফতার ও বিচার এর আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে কাউন্সিলর মোঃ আকরাম হোসেন সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মনোহরদী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানায়, আমরা বিষয়টি শুনেছি কোন পক্ষই আমাদের কাছে অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।