মোঃ ফারুক আহমেদ,মনোহরদী উপজেলা প্রতিনিধি।
সারা দেশের ন্যায় মনোহরদীতে যথাযথ মর্যাদায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী,বিভিন্ন আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মনোহরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মনোহরদী-বেলাব সংসদ সদস্য
শিল্পমন্ত্রী, এডঃ নূরুল মজিদ মাহমুদ হুমায়ন। উক্ত আলোচনা আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা হয় এবং দেশ বাসির কল্যাণের জন্য দোয়া চাওয়া হয়।