মোঃ ফারুক আহমেদ,মনোহরদী উপজেলাপ্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার ( ২২ই মে,২০২১ইং) তারিখে মনোহরদী পৌরসভার স্বাধীনতা চত্বরে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মনোহরদী প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরাম।
এ সময় মনোহরদী উপজেলার সকল ইলেকট্রিক ও
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা জানান, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে এ আন্দোলন চলতে থাকবে।