মোঃ ফারুক আহমেদ,প্রতিনিধি, মনোহরদী, নরসিংদী।
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের পক্ষে করোনার এ উর্ধ্বগতির সময় ঘরে থাকা এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলতে নরসিংদীর মনোহরদী থানা পুলিশ মসজিদে মসজিদে প্রচারনা চালিয়েছে।
শুক্রবার (৯ জুলাই) জুম্মার খুতবার পূর্বে মনোহরদী থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুর রহমান ও অফিসাররা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে মসজিদে করোনা ভাইরাস সংক্রান্তে ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের পক্ষে করোনা মহামারীর এই কঠিন সময়ে জনগণের করনীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় মুসল্লীদের উদ্দেশ্যে বলা হয়, করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না যাওয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, ভীড় ও লোক সমাগম এড়িয়ে চলা, হাট-বাজার বা চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেয়াসহ বিভিন্ন সরকারী বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ জানানো হয়। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়তে এবং সকলেই ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন পুলিশ কর্মকর্তাগণ।
এছাড়াও জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করার অনুরোধ করেন। যার যার সাধ্যমতো পুষ্টিকর খাবার (যেমন ফল, মুল, শাক-সবজি ও লেবু জাতীয় খাবার) বেশি করে খাওয়া, করোনা মহামারিতে পার্শবর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়াতে এবং সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে, স্বাস্থ্য বিধি ও সরকারী বিধি-নিষেধ মেনে নিজে সুস্থ থেকে অপরকে সুস্থ রাখার পরামর্শ দেন।
প্রচারনায় অংশ নেন মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুর রহমান, রামপুর ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) শফিকুল ইসলাম, এসআই (নিঃ) মাসুদ রানা, এসআই (নিঃ) দেওয়ান মাহমুদুল হক, এসআই (নিঃ) মোঃ আলমগীর, এসআই (নিঃ) কবির উদ্দিন, এসআই (নিঃ) মোফাজ্জল হোসেন, এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ, এসআই (নিঃ) আমিনুল হক, এসআই (নিঃ) নজরুল ইসলাম, এসআই (নিঃ) গাজী মিজানুর রহমান।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদী পুলিশ সুপার এর দিকনির্দেশনায় মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষে প্রচারনা চালানো হয়।