মফিদুল ইসলাম লাভলু -ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনায় ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল এর সহযোগিতায় তারাকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৮ জন আসমাীকে গ্রেফতার করেছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টায় অভিযানে জুয়া আইনের ০৪ ধারায় আসামী (১) কাজল খান(৩৭),পিতা-মোনায়েম খান,(২)নাজিম উদ্দিন(২২) পিতা- মৃত রফিকুল ইসলাম, (৩) দুলাল মিয়া (৪২), পিতা- ফজলুল হক,(৪) কাজল মিয়া (৪০), পিতা-মেহের উদ্দিন, সর্ব সাং-চর গোপিনাথ পুর,থানা-তারাকান্দা, এবং নিয়মিত মামলায় আসামী (১) সেলিম মিয়া (২৫), পিতা-ফজল হক,সাং-কোনা পাড়া, (২) মামুন মিয়া (২১), পিতা- তহির উদ্দিন, সাং-পাথারিয়া (৩) রুবেল মিয়া (৪০) পিতা-মোহাম্মদ আলী, সাং-বাড়ইপাড়া,(৩) নুরুল আমিন (৩০), পিতা-মৃত গিয়াস উদ্দিন,সাং কলহরি, সর্ব থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ সর্বমোট ৮ জন আসামিকে গ্রেফতার করে ১৪/৩/২৩ ইং কোর্টে প্রেরন করা হয়েছে।