প্রজিত সুহাস চন্দনোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে মাদক কে না বলুন মাদক ছেড়ে খেলতে আসুন স্লোগান নিয়ে মোনালিসা স্পোটিং ক্লাবের উদ্যোগে এক ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে। আগামী ৯ই জানুয়ারি শনিবার বিকাল ৩টায় উক্ত ক্রিকেট লীগের উদ্ভাবন করা হবে। মোনালিসা স্পোটিং ক্লাব একটি সামাজিক অরাজনৈতিক ও ক্রিয়া সংগঠন। একঝাঁক তরুণ উদ্দোমী ছাত্র ও যুবক নিয়ে গঠিত।এই সংগঠন ইতিমধ্যে বিভিন্ন ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সারা দেশে যুবক সমাজ যখন মাদকের করাল গ্রাসে নিমর্জিত তখন মোনালিসা স্পোটিং ক্লাবের মাদক কে না বলুন মাদক ছেড়ে খেলতে আসুন এই স্লোগান কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা ।