ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের উদ্যোগে নোয়াখালী হাউজিং স্টেট মারকাজ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র দের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেন।
আজ এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে মাসব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর মাইজদী হাউজিং স্টেট মারকাজ মসজিদ ও এতিমখানায় এতিম ছাত্রদের নিয়ে ইফতার করেন।
এ সময় বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী এন ওয়াই সিডি এপেক্সিয়ান আলমগীর হোসেনে এন ই ডি এপেক্সিয়ান আনোয়ার হোসেন অতিত সভাপতি এপেক্সিয়ান কাইয়ুম চৌধুরী জেলা গভর্নর ১এপেক্সিয়ান এডভোকেট আঃরহিম রনি জেলা গভর্নর ৮ এপেক্সিয়ান সিরাজ উদ্দিন শাহিন সহ নোয়াখালীর সদস্য ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।