নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া মহালদারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ছাতিয়াইন বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা শাহীন মিয়া মহালদার জানান, তার গাড়ির চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঘাড়ক গ্রামের বাহার মিয়ার বিভিন্ন জায়গায় তার এলপিজি গ্যাস সাফলাই দিত। বেশ কিছুদিন যাবত তার কাছে গ্যাসের হিসাব পাওয়া যাচ্ছিল না তার কাছে হিসাব চাইতেই শনিবার দুপুরে চালক বাহার সহ ছাতিয়াইন গ্রামের আকবর হোসেনের ছেলে জসিম ,রহিম ,জয়নাল সহ বেশ কয়েকজন মিলে তার মালিকানাধিন ব্যবসা প্রতিষ্টান সালমা এন্টার প্রাইজে হামলা করে ভাংচুর করে। যা সিসি ফুটেজে ধারন করা আছে। এ ব্যাপারে শাহীন মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।