মোঃ নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সামাদ মিয়া আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বহরার আখালিয়ায় সোনাই নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আব্দুস সালামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।