নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে ব্যাংক থেকে সরকারি প্রকল্পের ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি উপজেলা প্রশাসনের কাছে এসেছে।
পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামের বিরুদ্ধে সই জাল করে ব্যাংক থেকে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে গত শুক্রবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন রাত ১১টায় চুনারুঘাট উপজেলা সদর থেকে মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ইউএনও ফাতেমা তুজ জোহরার সই জাল করে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ৭৩ লাখ টাকা ছয়টি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক মাধবপুর শাখা থেকে উত্তোলন করেন পিআইও মাসুদুল ইসলাম। এ ছাড়া টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ব্যাংক হিসাবেও অর্থের গরমিল পাওয়া গেছে। বিষয়টি সম্প্রতি ইউএনওর নজরে এলে তিনি শুক্রবার বিকেলে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, পিআইওকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। সরকারি টাকা আত্মসাতের বিষয়টি দুদকের শিডিউলভুক্ত। মামলাটি দুদক তদন্ত করবে।