নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি ::
হবিগঞ্জে মাধবপুরে আওতাধীন ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ একই উপজেলার মাদক দুই ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত ০৮.৪৫ ঘটিকার সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ফাঁড়ি এলাকাধীন উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা হইতে ধর্মঘরগামী আলাবক্সপুর নামক পাকা রাস্তার কাছে অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেন।
আটককৃত হলেন মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৪৫) ও মালঞ্চপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ হারুন মিয়া (২০) ব্যবসায়ীকে আটক করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস মাদকদ্রব্যসহ আটককৃত দুইজন ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,মাধবপুর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।