নাহিদ মাধবপুর উপজেলা প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম মিসির আলী।
শনিবার (২৮ নভেম্বর)সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা যুবলীগ, ও পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়ন পৌর ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল খাঁন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক হুমায়ুন খাঁন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জাহের, সদস্য বিল্লাল খাঁন পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, যুগ্ম আহবায়ক নূরুল আলম রিপন, সদস্য বদরুজ্জামান অলি, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হাসান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাগর, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন। এস এম মিসির আলী মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম আতর আলী সর্দারের সুযোগ্য সন্তান জনাব এস এম মিসির আলী।