নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিভিন্ন মামলার ও উপজেলার রসুলপুর গ্রামের আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সহ মালামাল উদ্বার করায় ওসির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দিচ্ছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। রোববার (৬ নভেম্বর) দুপুরে দিকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী,এ সভায় মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের হাতে পুরস্কৃত ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। উল্লেখিতঃ গত ২৪ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের রৌশন আলীর বসত বাড়ীতে ডাকাতি সংঘটিত হইলে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। এ ঘটনার মূল রহস্য উদঘাটন, অজ্ঞতনামা ডাকাতদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে মাধবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,এস আই রাজীব রায়, এস আই অনিক চন্দ্র দেব, ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূইয়া সহ সকলে হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দিচ্ছেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী। উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), হবিগঞ্জ , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের ও অত্র জেলার সকল অফিসার সহ প্রমূখ।