বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়ায় অবস্থিত অবসরপ্রাপ্ত ডাক্তার ইকবালের ভুল চিকিসৎসায় রাকিবা আক্তার নামের এক বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে নিহতের পরিবারের সঙ্গে এক লাখ টাকায় রফাদফা হয়েছে।
জানা গেছে, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মাসুম মিয়ার এক বছরের মেয়ে রাকিবা আক্তারের ঠান্ডা জ্বর উঠলে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ডাক্তার ইকবালের চেম্বারে নিয়ে যান। ডাক্তার ইকবাল শিশু রাকিবার চেকআপ করে ব্যবস্থাপত্রে ঔষধ লিখে দেন। ঔষধ নিয়ে বাড়িতে গেলে বিকাল ৪ঘটিকার সময় ঔষধ খাওয়ানোর ১০মিনিট পর শিশু রাকিবা অবস্থা আরও অবনতি হয়। তাৎক্ষনিক শিশু রাকিবা কে নিয়ে পুনরায় ডাক্তার ইকবারের কাছে নিয়ে আসার সময় জগদীশপুর তেমুনিয়া নামক স্থানে শিশু রাকিবার মৃত্যু হয়। পরে শিশু রাকিবাকে ডাক্তার ইকবালের বাসায় নিয়ে গেলে ডাক্তার ইকবাল গড়িমাসি করতে থাকেন। নিহত শিশুর বাবা রাকিবাকে ডাক্তারের চেম্বারে রেখে মাধবপুর থানায় মৌখিক অভিযোগ করেন।
এ বিষয়ে ডাক্তার ইকবাল জানান, বিষয়টি শেষ করেছি। কিভাবে শেষ করেছেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, বলেছি শেষ করেছি, এখন আপনারা যা করার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ডাক্তারের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।