নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের পাশে সোনাই নদী থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
৭ আগষ্ট শনিবার দুপুরে মাধবপুর থানার এসআই রাজীব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।জানা যায় মুরাদপুর এলাকায় সোনাই নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা মাধবপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কথা হয়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান অর্ধ গলিত লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে উজান থেকে লাশটি নদীর পানিতে ভেসে এসেছে।