নাহিদ মিয়া,(হবিগঞ্জ জেলা) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে আশিক কামাল ( ২৮) নামে চেক জালিয়াতি মামলার পালাতক আসামি এবং অপর এক অভিযানে সেলিম মিয়া( ৩০) নামে মাদক মামলার পালাতক আসামি কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মাধবপুর থানার এস আই রাজিব, এ এস আই ইমারান ও এ এস,আই মোবারক হুসেন এর নেতৃত্বে পৃথক অভিযানে দুই দল পুলিশ উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা ও বাঘাসুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।গ্রেফতার কৃত আশিক কামাল উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ইনু মিয়ার পুত্র এবং সেলিম মিয়া বাঘাসুরা এলাকার তাজু মিয়ার পুত্র। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান আসামী রা দীর্ঘ দিন পালিয়ে ছিলেন। আগামীকাল তাদের কে কারাগারে প্রেরণ করা হবে।