নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে উদ্যোগ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় গতকাল (৩০জুন) বুধবার বিকালে জগদীশপুর ইউপি’র শ্যামপুর গাভী পালন সিআইজিতে এ আই এফ -২ এর ম্যাচিং গ্রান্ট এর আওতায় দুইটি অটো রিকশা, দুইটি চপার মেশিন ও এিশটি দুধের ক্যান বিতরণ করা হয়।
এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট এর ৩০% অর্থ সিআইজি হতে এবং বাকি ৭০% অর্থ এনএটিপি-২ প্রকল্প হতে প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব উপস্হিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিলন মিয়া,মোঃ এমরান হোসেন রুবেল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাহিদ মিয়া, ফিল্ড এসিস্ট্যান্ট,সাকেরা আক্তার, সীল ও সিআইজির সকল সদস্যবৃন্দ।