নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানার বিট পুলিশিং আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে দিকে মাধবপুর থানার আয়োজনে থানার হলরুমে বিট পুলিশিং আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় সভাপতি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,ও সঞ্চালনায় করেন এস আই রাজীব রায়।প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি (এ এন্ডএফ) নাবিলা জাফরিন রীনা তিনি বলেন, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি আরও বলেন, বিট পুলিশিং আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের কাজে সবাইকে সহযোগীতা করার আহবান জানান তিনি।বিশেষ অতিথি: মাধবপুর- চুনারুঘাট সার্কেল সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম,নেতা আব্দুল কুদ্দুস চকদার মাখন,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,সহ সভাপতি শংকর পাল সুমন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু,নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন জিতু, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, শেখ জাহান রনি,মোঃ নাহিদ মিয়া, রিংকু দেবনাথ,থানার বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন সহ প্রমুখ।