নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওতাধীন ৮নং বুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহিউদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের বরগ গ্রামের ইছাক মিয়ার ছেলে।
গত সোমবার রাতে মাধবপুর থানার পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ২৯ জুন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাই মহিউদ্দিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী হিসেবে মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না ।
এব্যাপারে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সে আটক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন তিনি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।