নাহিদ,মাধবপুর উপজেলা প্রতিনিধি:
করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মাধবপুর বাজারে উপজেলা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মাস্ক না পরে বাইরে ঘোরাফেরার অভিযোগে মাধবপুর বাজারে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাধবপুর উপজেলা রোড এলাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারাণ নেতৃত্বে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান শুরু করা হয়।
অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরে ঘোরাফেরার ও ব্যবসা পরিচালনা করায় অভিযোগে ৫ জনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নিম্নআয়ের মানুষদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারাণ।