নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি। মাধবপুর থানায় সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেনের সার্কেল অফিসে বাস্তব প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) রাত সাড়ে ১০ ঘটিকার সময় মাধবপুর থানার হল রুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন ভুইয়া ও বাংলাদেশ গ্যাস ফিল্ডসের ডিজিএম মোস্তাফিজুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান,জালাল উদ্দিন লস্কর,রোকন উদ্দিন লস্কর, এসআই রাজিব রায়,এসআই কামাল হোসেন প্রমুখ। সংবর্ধনা জবাবে বিদায়ী এএসপি ত্বোয়াহা ইয়াসিন হোসেন বলেন, ‘ মাধবপুর থানায় বাস্তব প্রশিক্ষণে স্বল্পকালীন সময় অবস্থান করার সময় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে যে সহযোগীতা পেয়েছেন তা তার কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী কর্মস্থলে যেন তার অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করেছেন।