মোঃ নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড আলাকপুর গ্রামে নূরে মদিনা একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাদ আছর হইতে মধ্যেরাত পযর্ন্ত পৌরসভার আলাকপুর গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান্দরা দরবার শরিফের পীর জাদা আলহাজ্ব সৈয়দ শরীফুর রহমান।সহ সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল।সভারত্ন হিসাবে উপস্থিত থাকবেন মাধবপুর উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব হযরত মাওলানা আব্দুল মান্নান মৃধা।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দাওয়াতে ঈমানী বাংলাদেশ চেয়ারম্যান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীর মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী ব্রাহ্মণবাড়িয়া।প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার্স সুন্নী জামাতের বীর সেনানী বক্তা পায়খ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী,আমেরিকা।প্রধান বক্তা: হাফেজ আমির হোসেন রায়পুরী- নরসিংদী।বিশেষ বক্তা: হযরত মাওলানা জহিরুল ইসলাম -বিজয়নগর। সুন্নী মহা সম্মেলন উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ ক্বারী শফিকুল ইসলাম আশিকী, খতিব ইসলামপুর। হযরত মাওলানা আলী আজগর সুন্নী আল কাদরী নোয়াগাঁও জামে মসজিদ খতিব। হযরত মাওলানা কারী বাছির আহমেদ সুরুজী আশুগঞ্জের মসজিদ খতিব।মাহফিল পরিচালনায় করেন আলাকপুর সুন্নী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হযরত মাওলানা কারী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ। এ ছাড়া আরও বহু ওলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে তাশরিফ আনিবেন অতএবং আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবী হাসিল করুন।