নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১৪ জুলাই বিকালে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও পুলিশ সদস্যরা।
আটককৃত এক নারী আসামী হলো বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত্যু মানিক মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৪৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযান চালিয়ে এক নারী বসতবাড়ি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং নারীকে আটক করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।