নাহিদ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
মাধবপুরে পৌর নির্বাচন সামনে রেখে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এ সভা চলে। মাধবপুর কালীমন্দির প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান ফারুখ পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আশরাফুল আলম টিটু, যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, উপজেলা যুবলীগের সেক্রেটারি আবুল কাসেম, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন পৌর মো. মুছা মিয়াকে সভাপতি ও আশরাফুল আলম টিটুকে সদস্য সচিব করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।