নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং জগদীশপুর শাখার পক্ষ থেকে নবনির্বাচিত জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটিকে সংবর্ধনাদেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জগদীশপুর এজেন্ট ব্যাংকিং এর কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয়।ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং জগদীশপুর শাখার স্বত্বাধিকারী মীর শাহাজাহান খোকন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন খাঁন,সদস্য শামসুল আরেফিন রাজীব,এখলাছুজ্জামান ভূইয়াএছখলাছ,মনির হোসেন, হিরা মিয়া,শিক্ষক প্রতিনিধি একেএম কামাল উদ্দিন,উপজেলা ম্যানেজার তরিকুল ইসলাম, সাংবাদিক এম,এম গউছ,ইয়াছিন তন্ময়, উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনির চৌধুরী,সেলিম মিয়া,আশফাক উদ্দিন ভুইয়া আজাদ,মিঠু আনোয়ার,আলাউদ্দিন, ইসহাক মিয়া,পিডিরাজ,বাহাদুর আহম্মেদ,আলমগীর হুসেন,রাব্বানী, কুতুব মিয়া,ফজলু মিয়া প্রমুখ।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।