মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি তানজির আহমেদ রাসেলের পিতা গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেলের পিতা গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত কারণে শনিবার (১০ জুলাই) আনুমানিক রাত ৮টা ১৫ মিনিটের সময় উনার নিজ বাসভবণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতিনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল রবিবার (১১ জুলাই) উপজেলার সাগরনাল নূরানী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।