• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের ইন্তেকাল মাধবপুরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অন্যকে ইফতার করানোর সওয়াব ও ফজিলত মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু,নানা মহলের শোক প্রকাশ! ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন’র ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে মরহুম গোলাম রব্বানীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বাহরাইনে আল হেরা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনের উদ্বোধন করলেন – জো বাইডেন চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠন করবে – ব্লুমবার্গ

মানুষের উদাসীনতায় রামগড়ে বাড়ছে করোনা রোগী, বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা!

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২৩১ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সাইফুল ইসলাম,রামগড় সংবাদদাতাঃ

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে ২৩জুলাই ইং তারিখের পর থেকে ৩য় দফা কঠোর লকডাউনের, রবিবার সাপ্তাহিক হাটে”র দিন সহ সোমবার মঙ্গলবার বাজারে কঠোর লকডাউন এর ৩য়,৪র্থ,৫ম, দিনেও প্রায় অন্যান্য দিনের মতো সবকিছুই স্বাভাবিক অবস্থা চলছে। রাস্তাঘাটে চলছে অটো, রিক্সা, সিএনজি। দোকানপাটও খোলা রয়েছে কমবেশী,অনেক দোকান কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে দোকান বন্ধ। আসলে সাটার বন্ধ করে ঘেঁষা ঘেঁষি ও সামাজিক দুরত্ব বজায় না রেখেই বেচাকেনা চলছে ভিতরে । একটু পরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি আর পুলিশ আনসারের গাড়ি টহল দিলেও তারা যাওয়ার সাথে সাথে আবার স্বাভাবিক এর মত সবকিছুই চলে। বর্তমান করোনার কঠোর সময়ে অন্যান্য দিনের মতই ছিলো মানুষের সমাগম, অধিকাংশ মানুষই এখনও মাস্ক পরা ছাড়া বাজারে ঘোরাঘুরি করছে।ম্যাজিস্ট্রেটের জরিমানা কবলে পড়লেও জরিমানা দিতে রাজি তবুও মাস্ক বা স্বাস্থ্য বিধি মানতে রাজি নয়।

 

সাবেক সেনা সদস্য বাবুল মিয়া বলেন আসলে মানুষজন কে এভাবে সচেতন করা খুবই কঠিন,যদি নিজ থেকে সচেতন না হয়। সকলের সচেতনতাই পারে করোনাভাইরাস এর মত মহামারী থেকে বাংলাদেশকে রক্ষা করতে। রামগড় বাজারের মত সকল বাজারে একই অবস্থা। ম্যাজিস্ট্রেটের গাড়ির শব্দ শুনলে সবকিছুই বন্ধ আবার চলে গেলে সবকিছুই স্বাভাবিক।

 

 

বাজারে আসা কয়েকজন লোকের সাথে কথা বলে জানা যায় প্রয়োজনে অপ্রয়োজনের বাজারে আসা তাদের অভ্যাস এ পরিনত হয়েছে। তারা জানিয়েছেন ঘরে বসে থাকতে তাদের ভালো লাগে না।

 

সরেজমিনে কয়কজন অটোরিকশা চালক ও নিম্ন এবং শ্রমজীবী মানুষের সাথে আলাপ করে জানা গেছে তারা যদি অটোরিকশা বের না করে তাহলে তাদের খাবার বন্ধ, ক্ষুধার জ্বালা বড়ই কষ্টের । লকডাউনে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও প্রকৃতপক্ষে গরীবের কাছে এসব সামগ্রী পৌঁছনো হয়নি। কিস্তি নিয়ে ব‍্যাটারি চালিত রিকশা কিনেছেন অনেকেই,লকডাউন চলমান থাকলেও কিস্তি বন্ধ নেই তাদের, তাই কঠোর লকডাউনেও আইন অমান্য করে অটোরিকশা বের করতে বাধ্য হচ্ছে এসব নিম্ন আয়ের মানুষরা।

 

এদিকে রামগড় সচেতন মহল মনে করছে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন মাঠে নিরলসভাবে কঠোর অবস্থানে থাকলেও মানুষের সচেতনতার অভাবে করোনা ভাইলাস নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। দিন দিন মানুষের সচেতনতার অভাবে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে উপজেলা সচেতন মহল উদ্বেগ প্রকাশ করছেন।

 

 

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নরেন চৌধুরী দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তাকে জানান মানুষের উদাসীনতার কারণেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে,নিয়মিত হাত দোয়া এবং মুখে মাস্ক পড়তে হবে,সবার সচেতনতাই পারে করোনা ভাইরাস নির্মুল করতে।বর্তমানে খাগড়াছড়ি সহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে করোনা প্রতিরোধে ভ‍্যাক্সিন দেওয়া হচ্ছে, সুরক্ষা অ‍্যাপের মাধ্যমে রেজিঃ করা খুবই সহজ, ডাঃনরেন চৌধুরী সবাইকে করোনা ভ‍্যাক্সিন নেওয়ার আহবান জানান।

 

উল্লেখ গত ২৬শে -জুলাই এর তথ্য অনুযায়ী খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের আক্রান্ত ৫০,পরীক্ষা ১২৪,শনাক্ত ৪০.৩২%,চলতি মাসে ৯০২জন আক্রান্ত,পরীক্ষা ২,৯৭৪জন,শনাক্ত ৩০.৩৩%,২৬তারিখের তথ্যের অদ‍্যবধি আক্রান্ত ২,০৬২,পরীক্ষা১০.৯০৪,শনাক্ত১৮.৯১%,এই পযন্ত হাসপালে ভর্তি ৩০জন,সন্দেজনক ২৩জন,মোট ভর্তির সংখ্যা ৫৩জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌