নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার বারিধারায় মা’র্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের পাশে স’ন্দেহ’জনক একটি কালো ব্যাগ পাওয়া গেছে। বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে যায় কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে ব্যাগটি ডিসপোজাল করার পর এর মধ্যে তেমন কিছুই পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মক’র্তারা।
ভাটারা থা’নার একটি সূত্র জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ব্যাগটি ডিসপোজাল করার পর এর মধ্যে একটি ফল কা’টার চাকু পাওয়া গেছে। এ ছাড়া একটি চায়ের কাপও ছিল ব্যাগটির মধ্যে।
সূত্রটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দিকে মা’র্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অ’জ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়ে ছিলেন। দূতাবাসের নিরাপত্তা কর্মক’র্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ওই দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের ব্যাগ রেখে চলে যায়। দূতাবাসের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পু’লিশকে জানায়। খবর পেয়ে পু’লিশ নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট’কে কল করে।
বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ডিসপোজাল করে। তবে ব্যাগের ভেতরে বি’স্ফো’রক কিংবা গুরুতর কিছু পাওয়া যায়নি।