ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের ২০২১ সালের জাতীয় বোর্ড শ্রমজীবী ও মেহনতী কোন ভাগ্যবান মানুষের সহায়তার লক্ষ্যে মাসব্যাপী সেবা কার্যক্রম চলমান রয়েছে। চলমান সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ ০২ মে রোজ রবিবার ২৬ তম দিনে মালিবাগ রেলগেট মোড়ে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ- সভাপতি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী
অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী, জাতীয় সচিব এপেক্সিয়ান মোঃ রফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি এপেক্সিয়ান আবুল কালাম আজাদ, সহ সভাপতি এপেক্সিয়ান কামাল হোসেন, এপেক্স ক্লাব অব মতিঝিল এর সহ-সভাপতি এপেক্সিয়ান আব্দুল মান্নান মিলন এপেক্সিয়ান রেজাউল করিম রিঙ্কু, এপে পারভেজ, এপে. ইসমাইল প্রমুখ।