মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি
আজ ও মনে পরছে তোমায় মা
লেখক
আলী আজম মুকুল
প্রতিদিন, প্রতিক্ষনের ন্যায়…
আজও মনে পরছে তোমায় মা
স্মৃতির চাদরে জড়িয়ে আজ আমায়
ভাসালে চোখের নোনায়
অথৈ সাগরে একলা আমি ভেলায়।
ওমা, দেখ তোমার ছেলে কত বড় হয়েছে
তুমি একটু দেখ না, দেখ না…
ওমা তোমার অবুঝ ছেলে আজ হয়েছে অনেক বড়
তুমি একটু আস না ! আস না…
তোমার আঁচলে, শীতল ছায়ায়
আমায় ঢেকে দাওনা।
একলা ঘরে ছিলাম যখন
আমি কাছে থেকেও দূরে তখন
চার দেয়ালে নিঃস্ব আমি
তোমার ছায়া ছুঁয়ে স্পর্শ খুঁজি।
বেঁচে থাকাই এখন বড় দায়,
মাঝ রাতে কতবার ফিরেছি বাসায়,
পথ চেয়ে থাকা তোমার- আমার আশায়;
শত অনুযোগ নিয়ে চোখের কোণে,
বুক ফেটে যেত বোবা কান্নায়।
ওমা তোমার সব স্বপ্ন দেখো
আমার হাতে তুমি একটু থাকো না পাশে থাকো না
ওমা তোমার বুকে জড়িয়ে একটু গল্প শোনাওনা
আসো না মা আস না, আসোনা মা ফিরে আস না…
উল্লেখ্য যে ভোলা ২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল এমপির গর্ভধারিনী মা মরহুমা রহিমা বেগম এর ২০ তম মৃত্যু বার্ষিকী আজ।
২০০১ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তিনি তার কবিতার শেষ অংশে লেখেন এবং রব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করেন।
জানি….. মা.. আর ফিরে আসবে না কখনো। আজ আমার মায়ের 20 তম মৃত্যু বার্ষিকী । 2001 সালের 14 ফেব্রুয়ারী.. আমার পথ চেয়ে বসে থাকা মানুষটি চীরদিনের জন্য পারি দিয়েছেন না ফেরার দেশে।
হে মহান সৃষ্টিকর্তা, তুমি তোমার আপন দয়া ও কৃপায় আমার মাকে জান্নাতবাসী করো।